অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে সুলতান আহমেদ (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তার শরীর তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
আটক সাইফুল ইসলাম চাঁদপুর সদর থানাধীন এলাকার আমির হোসেনের ছেলে।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে চুয়াডাঙ্গা থেকে ভারতে চোরাকারবারিরা স্বর্ণ পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় কেরু অ্যান্ড কোম্পানির গেট অতিক্রমকালে একটি ভ্যান থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে সাইফুলের পায়ের তালুতে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে লাগানো আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। অভিযুক্ত সাইফুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়া চলছে।