অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র হিসাবে দুইহাজার পিস কম্বল বিতারণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে দিনাজপুর শহরে স্টেশন রোডস্থ আঞ্জুমান মফিদুল ইসলামের জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এসব বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক মো. মহসিনুল কালাম, নির্বাহী সদস্য মো. তারেক ইবনে নাসিম, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।