এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ , ঝিনাইদেহর আয়োজনে গুড়সহ খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের এক প্রশিক্ষণ কর্মসূচি ১৭ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শৈলকূপার কৃতিসন্তান ড: মিজানূর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসাইন সিদ্দিকীএবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝিনাইদহ অফিসের উপ পরিচালক সাধন সরকার এবং সেনেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিঞা।
Leave a Reply