অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সকল সব নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনভাবে নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করা যাবে না। কারণ এই নির্বাচন নিয়ে স্বাধীনতাবিরোধীরা গভীর ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিরোধ করতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
তিনি ফরিদপুরের ভাঙা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সভায় এ কথা বলেন।
শুক্রবার নিজ বাড়ি কাউলি বেড়ায় সকালে এই কর্মী সভা হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জান রাজাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।
Leave a Reply