অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নারীদের পাশে রয়েছেন’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের জনগণের উপর যে নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অনুসরণ করে আসছে তার সাথে বাইডেনের এ বক্তব্য সাংঘর্ষিক।
বিবৃতিতে বলেছেন, তার প্রশাসন ইরানের নারী এবং তাদের মানবাধিকারের দাবির প্রতি সমর্থন জানায়। এর জবাবে গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে নাসের কানয়ানি বলেন, বহু বছর ধরে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যা নিতান্তই সন্ত্রাসবাদ। নিষেধাজ্ঞার নামে আমেরিকা এমনকি ইরানের মুমূর্ষু রোগীর ওষুধ কেনার পথ বন্ধ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতা এবং নিষ্ঠুরতা দেখাতে বাদ রাখেনি তখন প্রেসিডেন্ট বাইডেন ইরানের নারীদের প্রতি সমর্থন জানানোর কথা বলছেন। আমেরিকা ইরান-বিরোধী অর্থনৈতিক সন্ত্রাস চাপিয়ে দিয়ে ইরানকে একটুও করুণা দেখায়নি, অসুস্থ শিশুরাও তাদের এই সন্ত্রাসবাদ থেকে রক্ষা পায়নি। তিনি বাইডেন প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘ইরানের নারী ও মায়েরা কী আপনাদের নিষেধাজ্ঞের বাইরে ছিলেন?”
এদিকে, গতকাল দিনের প্রথম ভাগে ইরানের নারী ও পরিবার বিষয়ক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট খাদিজা কারিমি পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে বলেন, কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের উসকানির কারণে দেশে দাঙ্গা এবং সহিংসতা হচ্ছে। পশ্চিমা দেশগুলো জনগণের আবেগ উসকে দিয়ে সহিংসতা ঘটাচ্ছে, অন্যদিকে এসব মানুষের অধিকারের কথা বলছে- যা অত্যন্ত দুঃখজনক।
Leave a Reply