September 14, 2025, 6:28 pm
শিরোনামঃ
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার  ফিলিস্তিনর গাজায় পোকার কামড়ে অতিষ্ঠ ইসরায়েলি সেনারা ; ছড়িয়ে পড়ছে চর্মরোগ মুসলিম দেশগুলো মিলে ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠনের আহ্বান জানাল ইরান মার্কিন নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধ  করতে হবে :  ট্রাম্প ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

নেত্রকোনার চাঞ্চল্যকর রাজীব হত্যার রহস্য উদ্ঘাটন করলো পিবিআই ; ২ খুনী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোহনগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্তের পর সংস্থাটি নিশ্চিত হয়েছে, ইয়াবা ব্যবসায় সহযোগিতা না করার জেরেই ভাড়াটে খুনী দিয়ে তাকে হত্যা করানো হয়েছে। আর এ হত্যা- মিশনে অংশ নিয়েছে আটজন। এদের মধ্যে গত দুদিনে দুজনকে গ্রেফতারও করেছে পিবিআই। পিবিআইয়ের জেলা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় সংস্থাটির পরিদর্শক অভিরঞ্জন দে ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বছরের ৭মে মোহনগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের একটি পুকুর থেকে রেজাউল করিম ওরফে রাজীবের লাশ উদ্ধার করা হয়। একই উপজেলার দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাজীব ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তার মৃত্যুর পর বাচ্চু মিয়া ১২জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদের অনেককে গ্রেফতার করা হলেও প্রকৃত রহস্য উদ্ঘাটিত হচ্ছিল না। পরে পিবিআই মামলাটি তদন্তের দায়িত্ব নেয়।

তদন্তে সংস্থাটি নিশ্চিত হয়, মোহনগঞ্জের হাটনাইয়া গ্রামের ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান, মাহবুব ও আবুল হোসেন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তারা রাজীবের মোটরসাইকেলে এলাকায় ইয়াবা আনা-নেয়া করতে চেয়েছিল। কিন্তু রাজীব রাজি হননি। এতে তারা রাজীবের প্রতি ক্ষুব্ধ হয় এবং তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা বাস্তবায়ন করতে একই গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দিলুকে সাড়ে ৪ হাজার টাকা দেয়। ওই টাকার বিনিময়ে দিলু ও তার সঙ্গীরা হত্যাকাণ্ডে অংশ নেয়।

দিলু ছাড়াও রাজীব হত্যায় জড়িত অন্য সাতজন হচ্ছে: মিজানুর রহমান, মাহবুব, আবুল হোসেন, আনোয়ার হোসেন, যতন মিয়া, কলমাকান্দার শুক্কুর ও তারাকান্দার নলদীঘি গ্রামের সিরাজুল। পিবিআই জানায়, ঘটনার দিন আনোয়ার ও শুক্কুর যাত্রী সেজে রাজীবকে ভাটিয়া গ্রামের শেখ ইসলামের পুকুর পাড়ে নিয়ে যায়। বাকিরা আগে থেকেই সেখানে ওঁৎ পেতে ছিল। এরপর আটজন মিলে তাকে এলোপাথারি পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে সিমেন্টের জমাটবাঁধা পাথরের সঙ্গে বেঁধে লাশ পুকুরে ফেলে দেয়।

পিবিআইয়ের পরিদর্শক জাকির হোসেন জানান, পুকুরের পাহাড়দার যতন মিয়াকে গত সপ্তাহে গ্রেফতার করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তার দেয়া তথ্যানুযায়ী সোমবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর থেকে দিলু ও মঙ্গলবার হাটনাইয়া গ্রাম থেকে মাহবুবকে গ্রেফতার করা হয়। দিলুও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মাহবুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page