January 28, 2026, 2:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে পুলিশি অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারী সহ ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে পাইপগান, ১০ রাউন্ড গুলি, দুটি চাপাতি সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলায় পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের আবদুল্যার ছেলে মনির হোসেন (৪৫), মনির হোসেনের স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইস্রাফিলের ছেলে ইব্রাহিম খলিল (২১), আজিজের ছেলে আবুল কালাম (২২), মমিন উল্যার ছেলে রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের আবদুল গোফরানের ছেলে জাবেদ (৩৮) এবং বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নূর নবীর ছেলে কামাল উদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় গত সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা পরবর্তী ডাকাতির সময় লুন্ঠিত মালামাল ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সিএনজি, একটি পাইপগান, ১০টি কার্তুজ, দু’টি চাপাতি, একটি কিরিচ, একটি লোহার কাটার,  তিনটি লোহার কোরাবারী, একটি লোহার ছেনি, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি টর্চ লাইট ও চারটি মুখোশ জব্দ করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page