December 17, 2025, 5:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত মাগুরার হাজরাপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  মহান বিজয় দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় : মির্জা আব্বাস নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ৩ যুদ্ধজাহাজ বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন বাবা-মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাদকসেবী দুই ছেলেকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার অসহায় বাবা-মা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নুরুল আমিন মাদকসেবী দুই ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বরাবর অভিযোগ করেন। তিনি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সহযোগিতায় শনিবার (৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে দুই সহোদরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক আমাদের সুখী পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আমার কাছে দুই ছেলের বাবা অভিযোগ করেন। আমি অভিযোগের আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার সত্যতা পেয়ে উভয়কেই এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করি।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক, মো. সামছুল আলম, জ্ঞান দত্ত চাকমা, সিপাহী মো. আরিফুর রহমান, মো. আলমগীর হোসেন, রাসেল হোসেন, মোরশেদ আলম, মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page