December 15, 2025, 3:21 am
শিরোনামঃ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ সুদানে সন্ত্রাসী হামলায়  ৬ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত ; পরিচয় প্রকাশ ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত : ভূমি সচিব সালেহ আহমেদ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৩৮৭ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ সেন্টমার্টিনে পর্যটকের চাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকিট আগাম বিক্রি শেষ রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সিরিয়ায় মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নৌকার আদলে মাথার চুল কেটে হৈচৈ ফেলে দিয়েছে ঝিনাইদহের খেটে খাওয়া নৌকার দুই কর্মী

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ব্যতিক্রম কিছু করলে তো অবশ্যই নজরে পড়বে । সাধারণত বিভিন্ন খেলায় নিজের চুলের কাটিং পরিবর্তন করে নজরে পড়তে দেখা মেলে । কিন্তু দলের প্রতি ভালোবাসার এমন নজীর খুব কমই দেখা যায় । নিজের মাথার চুলের কাটিং পরিবর্তন করে দলীয় প্রতীক “নৌকা” বানিয়ে দুই জন রিতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন । মিছিল-মিটিং সবখানেই তাদের সরব উপস্থিতি সকলের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।

জেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের বাসিন্দা ইনতাজ মন্ডলের ছেলে রনি এবং একই ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা আতর আলীর ছেলে ওমর ।

ঝিনাইদহ সদর উপজেলার রশীদ বাউল জানান, ভালোবাসা প্রকাশে কতকিছুইনা করে কতশত মানুষ কিন্তু দলের প্রতি ভালোবাসার অনন্য নজীর স্থাপন করেছেন ঝিনাইদহের দুই খেটে খাওয়া মানুষ রনি মন্ডল ও ওমর আলী । রনি পেশায় রাজমিস্ত্রি ও ওমর অনিয়মিত ইজি বাইক চালক ।  তাদের ব্যতিক্রমী চুলের কাটিং মানুষকে নজর কাড়তে বাধ্য করছে । এলাকায় রিতিমতো হৈচৈ পড়েছে । একনজর দেখতে সবসময় তাদের চারপাশে মানুষের ভিড় লেগেই আছে । রনি তার মাথায় ডিজাইন করে ৫টি নৌকা আর ওমর বানিয়েছেন ৪টি ।

এলাকাবসী মামুন জানান, দলের প্রতি চরম ভালোবাসারই বহিঃপ্রকাশ । তারা দরিদ্র হলেও আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা অনন্য উদাহরণ গড়েছেন । গ্রামের রাস্তায়, চায়ের দোকানে এমনকি মিছিলেও এই চুলের কাটিং নিয়ে চলছে তাদের সরব উপস্থিতি । বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত পাচ্ছেন নিয়মিত ।

ওমর আলী বলেন, এই ইউনিয়নের ঢাকাপাড়ার সরকারি খাসজমিতে বসবাস থাকতাম। আমার স্ত্রী অনেক আগে আমাকে ছেড়ে সন্তানদের নিয়ে চলে গেছে। এরপর আর সংসার করা হয়নি। অটো চালিয়ে জীবন-যাপন করি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আওয়ামী লীগকে ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।

এ দিকে রনি বলেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি । আমাদের কোন চাওয়া পাওয়া নেই । আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি । আওয়ামী লীগকে ভালোবাসি তাই চুল কেটে নৌকা বানিয়েছি ।
হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ বলেন, আমরা অত্যন্তু খুশী কারণ আওয়ামী লীগকে অনেকেই ভালোবাসে কিন্তু এমন ব্যতিক্রমী ভালোবাসা সত্যিই বিরল ঘটনা ।

 

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page