অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ে সন্তানকে হত্যার দায়ে নাজিমুল হক (৩৪) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান ২০১৯ সালের একটি হত্যা মামলায় এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজিমুল হকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সিংরোড জয়দরভাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের জয়নুল হকের ছেলে। ২০১৯ সালের ১ এপ্রিল সকালে সদর উপজেলার জয়দরভাঙ্গা গ্রামে তার বাড়িতেই স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যান। তার ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী রাশিদা বেগম এবং তিন মেয়ে নাজিরা (৮), রিয়ামনি (৭) ও রত্না (৬ মাস) গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হয় ছোট মেয়ে। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় রাশিদার বাবা রশিদুল ইসলাম মৃত অবস্থায় রত্নাকে এবং গুরুতর আহত অবস্থায় দুই মেয়ে এবং রাশিদাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পরে ওই দিন সন্ধ্যায় রশিদুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নাজিমুল ও তার মা নাসিমা এবং বাবা জয়নুল হককে অসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জন সাক্ষীর জেরা শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। আজ আদালতে নাজিমুল হকের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
Leave a Reply