অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর থেকে র্যাবের সমন্বয়ে পটুয়াখালী জেলার মহীপুর থানাধীন কুয়াকাটার লেবুবন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা পাচারের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়।
এসময় ওই এলাকা তল্লাশি করে তিনটি বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply