অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার কমিউনিস্ট পার্টির নেতা ক্রিস্টোফার হেলালি বলেছেন, পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ইউক্রেনকে ব্যবহার করছে। ২০২৫ সালেও তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল (মঙ্গলবার) রাশিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে হেলালি বলেন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার জন্য আমেরিকা ২০২৫ সালেও ইউক্রেনকে ব্যবহার করবে। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা সিরিয়ার রাজধানীর দামেস্ক সফর করেছেন এবং তার এই সফর ভূ-রাজনৈতিক ঘটনাবলীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফরের সময় সিবিহা ঘোষণা করেন, সিরিয়ার ক্ষমতা দখলকারী নেতা আবু মোহাম্মদ আল-জুলানির সাথে কিয়েভ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে ইচ্ছুক।
সিরিয়ার ক্ষমতা দখলের আগে জুলানির অনুগত যোদ্ধারা ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষণ নিয়েছে এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পেয়েছে।
হেলালি বলেন, “আমরা জানি এই সন্ত্রাসীদের একটা অংশকে ইউক্রেন প্রশিক্ষণ দিয়েছে এবং তাদেরকে কৌশলগত ও সামরিক সমর্থন দিয়েছে। ইদলিব থেকেই জুলানির নেতৃত্বাধীন হায়াতে তাহরির আশ-শাম বিদ্রোহী গোষ্ঠী বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং ৮ ডিসেম্বর তারা রাজধানী দামেস্ক দখল করে।
মার্কিন কমিউনিস্ট নেতা বলেন, “আমি মনে করি ইউক্রেনের পক্ষ থেকে এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
সিরিয়া সফরের সময় সিবিহা বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী এবং জুলানির অনুগত বাহিনী উভয়ই সিরিয়ায় রাশিয়ার প্রভাব ঠেকানোর চেষ্টা করবে। আন্দ্রে সিবিহার এই মন্তব্যকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য চিন্তার কারণ বলে উল্লেখ করেন হেলালি।
Leave a Reply