December 16, 2025, 1:53 pm
শিরোনামঃ
নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ৩ যুদ্ধজাহাজ বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোর নিহত ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তালিকা থেকে বাদ পড়লো ৫৮ লাখ ভোটার বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
এইমাত্রপাওয়াঃ

পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের একযোগে বই দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ ডিসেম্বর বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। আর ১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন শিক্ষার্থীরা হাতে-কলমে শিখবে, অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। এছাড়া মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কারণ আমরা শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয় ভীতি চাই না। আমরা চাই আনন্দময় শিক্ষাপদ্ধতি হবে এবং আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে। তারা শুধু প্রযুক্তিবান্ধব নয়, প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনে দক্ষ হবে এবং মানবিক সৃজনশীল মানুষ হবে।

আসন্ন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে দীপু মনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন মানেই দেশের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আওয়ামী লীগই হচ্ছে সেই সংগঠন যে সংগঠন এ বাঙালির ভাষার অধিকার এনে দিয়েছে। বাংলাদেশ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। আজকে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে স্বপ্ন দেখছে তা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাই এ সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন মানেই সারাদেশের মানুষ তার দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব সবসময়ই নবীন ও প্রবীণের সমন্বয়ে হয়ে থাকে তাই আগামীকাল সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব দলের ঐতিহ্যকে বজায় রেখে বাঙালির অধিকার রক্ষায়, বাঙালিকে এগিয়ে নিতে ও স্বপ্ন পূরণে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো আর কোনো রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি এত নেই। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ দেশের যে আইন রয়েছে তা মেনেই দল পরিচালনা করে। নারী পুরুষ নবীন প্রবীণ সবারর ঐক্যবদ্ধ অংশগ্রহণই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

 

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page