অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত নিউ ব্রিটেন অঞ্চলে রোববার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ ঘটনায় কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ কিলোমিটার (২৩ মাইল) এবং রোববার সকালে বিরল জনবহুল পশ্চিম নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ অঞ্চলে এই ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কিম্বে শহরের কাছে একটি ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টে কম্পন অনুভূত হয়। তবে একজন কর্মী এটিকে ‘এটি খুব তীব্র নয়’ বলে বর্ণনা করেছেন।
রিসোর্টের কর্মী ভেনেসা হিউজ এএফপিকে বলেছেন, ভূমিকম্পে কেঁপে উঠেছে, কিন্তু কোন ক্ষতি হয়নি।’
Leave a Reply