অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের মানুষ এখনও ‘পিআর’ বা ‘গণভোটের’ বিষয়টি বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধারণার সঙ্গে আমরা পরিচিত নই।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে ‘মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী সংস্কার ও গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’এসব মানুষ এখনো বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।’
বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশে একটি ভয়ংকর দানবীয় সরকার ক্ষমতায় ছিল। তারা প্রতিটি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসাতে গিয়ে দেশের পুরো প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তবে শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সব সময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।
সমাজে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায়? কেন এত পাপ? মানুষ কেন এত চুরি-দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করে দেয়? তা আমি বুঝতে পারি না।’
আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে প্রবল আগ্রহ দেখা যায়, একটি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় যায়?’
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।