January 9, 2026, 8:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান সত্বেও দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য প্রবেশ করছে বন্যার স্রোতের ন্যায় ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্তসংলগ্ন ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : সুপ্রিম কোর্ট দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নপত্র যাচাই-বোছাইয়ে জামায়াতের সাথে বৈষম্য করা হয়েছে : আব্দুল্লাহ তাহের আগামী নির্বাচনে রাজধানীসহ দেশের ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানি ও উৎপাদনে ভ্যাট-ট্যাক্স কমানোর উদ্যোগ রংপুরে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই ; অল্পের জন্য রক্ষা কুমিল্লায় লালমাই পাহাড়ের অনাবাদি জমিতে কৃষি বিভাগের প্রাণ সঞ্চার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে প্রেস কাউন্সিল। যার কার্যক্রম চলমান। সাংবাদিকরা নিজ নিজ পত্রিকা হাউজ থেকে সাধারণত পরিচয়পত্র পান। তবে প্রেস কাউন্সিলের পরিচয়পত্র হবে স্বতন্ত্র ও মূল্যবান পরিচয়। যাতে করে সাংবাদিকদের নিজস্ব একটা পরিচয় তৈরি হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মানোন্নয়নের জন্য প্রেস কাউন্সিল বেশ কিছু উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে। এরইমধ্যে ৩২টি জেলা থেকে সাংবাদিকদের তালিকা পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। আশা করছি দ্রুত বাকি জেলাগুলো থেকেও আমরা তালিকা পেয়ে যাবো। এছাড়া আমরা সব মিডিয়া হাউজ থেকেও সাংবাদিকদের তালিকা চেয়েছি।

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। তিনি সাংবাদিকবান্ধব ছিলেন, তিনি চাইতেন না কোনো সাংবাদিকের হাতে যেন হাতকড়া পরে। তিনি বলতেন, একজন সাংবাদিক সমাজের যেকোনো শ্রেণির থেকে উচ্চতর শ্রেণির। ওই সময় ম্যাজিস্ট্রেটদের থেকে সাংবাদিকদের বেতন বেশি ছিল।

তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলে নতুন কেউ তালিকাভুক্ত সাংবাদিক হতে চাইলে তাকে স্নাতক পাস হতে হবে। তবে কারও যদি সাংবাদিকতায় ৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে।

মিডিয়া হাউজগুলো যাতে ওয়েজবোর্ড মেনে সাংবাদিকদের বেতন-ভাতা দেয় সে ব্যাপারে আমরা তাদের বলেছি এবং একইসঙ্গে তারা যদি এ নির্দেশনা না মানে তাহলে তাদের সুবিধাদি বন্ধ করার জন্য সরকারকেও আহ্বান জানিয়েছি। আমরা আশা করছি ক্রমে এগুলো বাস্তবায়ন হবে।

প্রেস কাউন্সিল আইন সম্পর্কে তিনি বলেন, আমরা কিছু সংশোধনী নিয়ে এসেছি। শিগগির সংসদে এ আইন পাস হবে। বিদ্যমান আইনে ১০ লাখ টাকা জরিমানার বদলে ৫ লাখ টাকা করা হয়েছে। বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমীন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি হুসাইন মালিক। এ সেমিনার ও মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৪২ জন সাংবাদিক অংশ নেন।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page