অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেস কাউন্সিল এখন আর ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’ নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।
তিনি বলেন, এটি আরও গতিশীল করতে কাজ করছে প্রেস কাউন্সিল। শক্তিশালী করা হচ্ছে প্রেস কাউন্সিল ট্রাইব্যুনাল। সংশোধনী একটি আইনের খসড়া সংসদে পাস হলেই এটি আরও শক্তিশালী হবে। এতে আস্থা বাড়বে সাংবাদিক ও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগকারীদের।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কাউন্সিল আয়োজিত মেহেরপুর জেলা সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি নিজামুল হক।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলেই কোর্ট অথবা থানায় মামলার আশ্রয় নেন তারা। ফলে অনেক সময় সাংবাদিকদের হ্যান্ডকাপ ও মাজায় (কোমর) দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। এটি বন্ধ করার চেষ্টা করছে প্রেস ইনস্টিটিউট। আগে প্রেস ইনস্টিটিউটে মামলা করলে অভিযোগকারী সেই মামলায় জয়ী হলে শুধু সাংবাদিকদের তিরস্কার করা হতো। সেই আইনটি পরিবর্তন করে জরিমানার বিধান রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘যেহেতু বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য এ আইনটি করেছিলেন, সেখানে জেলের কোনো বিধান ছিল না। এখনো সেই বিধান রেখে শুধু জরিমানার বিধান রাখা হয়েছে। আগে ১০ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও এখন পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে বিলটি সংসদে তোলা হবে। পাস হলে সাংবাদিকদের হয়রানি অনেকাংশে কমবে।’
মতবিনিময় সভায় আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ-আল মামুন।
Leave a Reply