অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ফিলিস্তিনি বন্দীদের গাজা উপত্যকা জুড়ে ব্যাপকভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। নিউইয়র্ক টাইমসের একটি তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।
নিউ ইয়র্ক টাইমস গতকাল (বুধবার) পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক নাটান ওডেনহাইমারের একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এ সাংবাদিক বলেন, প্রতিরোধ আন্দোলন হামাসের ব্যবহার করা টানেলে ফিলিস্তিনিদের পাঠানোর বিষয়ে ইসরাইলি সেনাদের কথা বলতে শুনে তিনি বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেন।
ইসরাইলি সেনাদের উদ্ধৃতি দিয়ে ওডেনহাইমার বলেন, “সেনারা ফিলিস্তিনি বন্দীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, হামাসের সুড়ঙ্গে প্রবেশের আগে বিপজ্জনক এলাকাগুলোর খোঁজ নিতে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের পাঠাচ্ছে এবং যেসব ভবনে বোমা পেতে রাখার ভয়ে ঢুকতে পারছে না, সেসব ভবনেও আগে ফিলিস্তিনিদের পাঠানো হচ্ছে।”
পুলিৎজার পুরস্কার বিজয়ী এ সাংবাদিক বলেন, কিছুক্ষেত্রে ফিলিস্তিনি বন্দীদের ইসরাইলি বাহিনীর পোশাক পরানো হয়েছে এবং অন্যদের ক্ষেত্রে ইসরাইলি সেনাদেরকে লাইভ ফিড দেয়ার জন্য তাদের সাথে বডি ক্যামেরা দেয়া হয়েছিল।” এই বিরক্তিকর অনুশীলনের পিছনে একটি কারণ তুলে ধরে ওডেনহাইমার বলেন, সামরিক বাহিনীর কুকুর বা মনুষ্যবিহীন যানের চেয়ে একজন মানুষ অনেক বেশি দক্ষতার সাথে কাজ করতে পারে।
ফিলিস্তিনিদেরকে এভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করার বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ইসরাইলের অন্তত ১৬ জন সেনার সাথে কথা বলেছেন। তারা সবাই বলেছেন, ফিলিস্তিনিদেরকে এভাবে অহরহ ব্যবহার করা হয় এবং এগুলো এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
Leave a Reply