January 24, 2026, 1:04 pm
শিরোনামঃ
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন ; বাংলাদেশের তীব্র প্রতিবাদ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই : তারেক রহমান সরকার গঠন করতে পারলে চাঁদাবাজদের নির্মূল করবো : জামায়াতের আমির দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান জানালো নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল : ফখরুল ইসলাম নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ব্যারিস্টার রুমিন ফারহানা গোপালগঞ্জে সর্বোচ্চ নিরাপত্তা ; ভোটের মাঠে কঠোর সেনা নজরদারি শেরপুরে র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ ৩ জন আটক আমেরিকার মনে রাখা উচিত তারা ভারত মহাসাগরে কেবল একটি ভাড়াটে : চ্যাথাম হাউস আলোচনা যতই হোক দখল করা ভূমি ছাড়তে রাজি নয় রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে ইরানি উপদেষ্টাকে হত্যা করেছে ইসরাইল : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় কর্মরত একজন সিনিয়র ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ মন্তব্য করেছেন।

তিনি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে তেল আবিবকে উদ্দেশ করে বলেছেন, “তোমরা গাজা যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে না পেরে সাইয়্যেদ রাজি মূসাভিকে হত্যা করেছো।”

সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় গত সোমবার ইসরাইলি বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসির সিনিয়র কমান্ডার সাইয়্যেদ রাজি মূসাভি শাহাদাতবরণ করেন। সিরিয়ায় ইরানের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালনকালে তার ওপর হামলা করে তেল আবিব।জেনারেল কায়ানি তার বক্তব্যে আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার নিবেদিতপ্রাণ মিত্র আমেরিকা গাজা আগ্রাসনে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইহুদিবাদী সরকারকে সমর্থন দেয়ার ক্ষেত্রে আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে- জানিয়ে ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেন, এর ফলে গাজায় সংঘটিত সমস্ত অপরাধযজ্ঞের দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।

জেনারেল কায়ানি বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যখন সর্বোচ্চ পশ্চিমা সমর্থন পাচ্ছে তখন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট ফিলিস্তিনি যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ইরানি এই সেনা কমান্ডার বলেন, গাজা যুদ্ধে ইসরাইল নিজের ক্ষয়ক্ষতির বিবরণ গোপন করছে। এই যুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক ইসরাইলি সেনা নিহত হলেও তাদের সংখ্যা অনেক ছোট আকারে প্রকাশ করছে তেল আবিব। তিনি বলেন, গাজা উপত্যকায় হাজার হাজার ইসরাইলি সেনা হতাহত হয়েছে এবং অন্তত ৫০০ সেনা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page