অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল নগরীতে বাজি ফাটানো নিয়ে বিরোধে তিন কিশোরের মারধরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর রমজান আলী বেপারী মারা যায়। রমজান হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল বেপারীর ছেলে। রমজান ব্যাটারিচালিত রিক্সার চালক।
আটকেরা হলো- হাজেরা খাতুন সড়কের আল-আমিন হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার ও লুৎফুর রহমান সড়কের বাসিন্দা সাকুরা পরিবহনের হেলপার রেজাউল হাওলাদারের ছেলে রিফাত হাওলাদার। এ ঘটনায় অপর অভিযুক্ত হৃদয় পলাতক।
মামলার এজাহারের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার রাতে হাজেরা খাতুন স্কুলের পেছনে বালুর মাঠে বাজি ফাটাচ্ছিল ওই চারজন। এ সময় আটকদের সঙ্গে রমজানের দ্বন্দ্ব হয়। এর জেরে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তারা। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে সকালে হাসাপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে নিহতের স্বজনরা।
এয়ারপোর্ট থানার এসআই সিএম মেহেদি হাসান জানান, রমজানের মাথায় ও বাম কানের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানানো সম্ভব হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।