অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক মারা যায়।
নিহত সুজন বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের স্টাফ নার্স হাসিনার বাড়িতে ভাড়া থাকতেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ মার্চ দুপুরে ওই এলাকার জামাল হোসেনের চার বছরের কন্যা প্রতিবেশীর বাড়িতে রান্নার কড়াই দিতে যায়। তখন সুজন তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় জামাল হোসেনের স্ত্রী শিলা বেগম বাদী হয়ে শনিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।
এদিকে শনিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে পেয়ে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা লাশ ময়নাতদন্ত শেষে ইউডি মামলা করবে পুলিশ।