October 12, 2025, 8:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

বরিশাল সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শান্তিপূর্ণভােেব আজ ইভিএম মেশিনের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটাররা দীর্ঘ লাইনে  দাঁড়িয়ে ভোট দিলেন ।
সরোজমিনে দেখাগেছে, এবারের বিসিসি নির্বাচনে ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। নগরীতে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এ নির্বাচনে পৃথক প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ৭ জন।
এরা হলো বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত (হাতপাখা) মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই, জাকের পার্টি  মনোনীত (গোলাপ ফুল) মেয়র পদপ্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু। এছাড়া, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (হাতি মার্কা) সাংবাদিক মো. আসাদুজ্জামান, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (টেবিল ঘড়ি) কামরুল আহসান রুপন, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (হরিন মার্কা) মো. আলী হোসেন হাওলাদার।
এছাড়াও, নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন। সর্বমোট মেয়রসহ ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে, আজ সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যার মধ্যে নতুন (নবাগত) ও নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। একইসাথে কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও শান্তিপূর্র্ণভাবে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
এ বিষয়ে নগরীর ১৭নং ওয়ার্ডের সরকারী মহিলা কলেজ কেন্দ্রের ভোটার কলেজ ছাত্রী ছামিয়া আক্তার ও মোসামৎ নাসরীন আক্তার বলেন, তারা এবারই প্রথম ভোটার হয়েছেন। তাই প্রথমেই ভোট দিতে এসেছেন। একইসাথে ইভিএম মেশিনের মাধ্যমে ব্যাপক আনন্দ ও উৎসাহের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page