September 14, 2025, 9:21 pm
শিরোনামঃ
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার  ফিলিস্তিনর গাজায় পোকার কামড়ে অতিষ্ঠ ইসরায়েলি সেনারা ; ছড়িয়ে পড়ছে চর্মরোগ মুসলিম দেশগুলো মিলে ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠনের আহ্বান জানাল ইরান মার্কিন নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধ  করতে হবে :  ট্রাম্প ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

বরিশাল সিটি নির্বাচন হয়ে উঠছে উৎসব মুখর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার  প্রচারণা।নগরীর সড়কগুলোতে বেড়ে চলছে লোকসমাগম, গড়ে উঠছে উৎসব মুখর পরিবেশ।
সরোজমিনে দেখাগেছে, আসন্ন বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় প্রতিদিন একাধিক মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীরা পরিচালনা করছে প্রচার প্রচারণা। সকাল থেকে রাত অবধি পরিচালনা করছে ব্যপক উঠান বৈঠক, মতবিনিময় সভা, র‌্যালী, সমাবেশ, মসজিদে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় ও গণসংযোগ। সব কিছু মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থীরা।
সরোজমিনে আরো দেখাগেছে, সময় যতই পার হচ্ছে ততই বাড়ছে কেন্দ্রীয় নেতাকর্মীদের তিন দলের পদচারণা। কেন্দ্রীয় নেতাদের পদচারণায় বরিশাল সিটি নির্বাচনের মাঠ হয়ে উঠছে উৎসব মুখর।
জেলা ও মহানগর আওয়ামীলীগের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বুধবার (৭জুন) কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স্বাধীনতা পদকে ভূষিত, প্রবীন রাজনীতিবিদ সিরাজউদ্দিন আহম্মেদ ও একাধিক সংসদ সদস্য প্রচার প্রচারণা চালাবেন ।।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, এসব কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বিসিসি মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় নৌকা মার্কার নির্বাচনী প্রচার  প্রচারণা করবেন। তবে বেশ কয়েক দিন পূর্ব থেকেই মন্ত্রী পদ মর্যাদা সম্পন্ন কয়েকজন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা নগরীর বাহিরে  (গৌরনদী উপজেলা) থেকে বরিশাল সিটি নির্বাচন মনিটরিং করছেন।
এ প্রসঙ্গে আলাপকালে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর নিয়মাতান্ত্রিক অবস্থায় রয়েছে। আশা করি নগরীর শান্তি প্রিয় ভোটারা আগামী ১২ জনু উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রদান করবেন।

এ বিষয়ে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয় তবে সেটাই হবে একটি বড় বাধা।
জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী আরো বলেন, নগরীতে লাঙ্গল প্রতীকের প্রতি সাধারণ ভোটারদের ব্যপক চাহিদা রয়েছে।
অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেন, মনে হচ্ছে ধীরে ধীরে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনের মাঠ। যেমন আমাদের কিছু কিছু লোককে হয়রানী করার খবর আসছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page