অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বলিভিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার যাত্রীবাহী একটি বাস ৮শ’ মিটার গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন নিহত এবং অপর ১৫ জন আহত হয়। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম এই খবর জানায়।
পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইদেস বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, ইয়োকাল্লা শহরের কাছে দুর্ঘটনায় নিহত ৩০ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।
পোতোসি এবং ওরুরো শহরের মাঝে দ্বিমুখী একটি সংকীর্ণ সড়কে দুর্ঘটনা ঘটলে বাসটি পাশে থাকা গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় নিউজ আউটলেট ইউনিটেল জানিয়েছে, দুর্ঘটনায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বাসটিতে কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা বেনাভাইদেস জানিয়েছেন, সংকীর্ণ সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে চলতি বছর এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।
সরকারি তথ্য অনুযায়ী ১ কোটি ২০ লাখ লোকের আবাসস্থল দেশটিতে প্রতি বছর ১৪শ’ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়।
Leave a Reply