অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের আকাশে কিছু কালো মেঘ ও ছায়া দেখা যাচ্ছে। আল্লাহ তা’আলা সকল আতঙ্ক, আশঙ্কা ও কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসেবে আমাদের দান করুন।
শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।
জামায়াতে আমির বলেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দেবেন, ইনশাআল্লাহ এই আমানতের খেয়ানত করবো না। এই ওয়াদা যেন আমরা পালন করতে পারি।
জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, যারা হাঁচি-কাশি হলেই বিদেশে যান, তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ।
তিনি বলেন, মানবিক, দুর্নীতি মুক্ত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামায়াতের প্রধান লক্ষ্য।
ডা. শফিকুর রহমান বলেন, কারো তেলা মাথায় তেল দেবে না। জামায়াত ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সাংসদ অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না। ভয়-শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।