অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিসে দ্বিতীয় দফায় রাষ্ট্রীয় গোপন নথি পাওয়ার পর এগুলোর তদন্ত করতে স্পেশাল কাউন্সিল নিয়োগ দিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড স্বতন্ত্র আইনজীবী রবার্ট হারকে বাইডেনের প্রাইভেট অফিস থেকে উদ্ধার করা এসমস্ত রাষ্ট্রীয় গোপন নথির বিষয়টি তদন্তের জন্য নিয়োগ দেন। গারল্যান্ড বলেন, এসমস্ত নথিপত্র পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে তাকে স্পেশাল কাউন্সেল নিয়োগ দিতে হলো।
এর একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের কাছে স্বীকার করেন- তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ব্যবহার করা একটি অফিস থেকে তার সহকারীরা এ সমস্ত নথিপত্র উদ্ধার করেছেন। তবে কিভাবে এ সমস্ত নথিপত্র তার ওই অফিসে গেল তিনি তা জানেন না বলে দাবি করছেন।
বিরোধী রিপাবলিকান পার্টি বলছে, প্রেসিডেন্ট বাইডেনের অফিস থেকে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করা নথিপত্রের ঘটনা একই রকমের। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যদি তদন্ত ও বিচার হয় তাহলে বাইডেনের বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে।
ইউক্রেন, ইরান ও ব্রিটেন সংক্রান্ত ব্রিফিং ম্যাটেরিয়ালও আছে তার মধ্যে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে যখন জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এসব ডকুমেন্ট তখনকার।
Leave a Reply