অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারীর সাথে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত এবং র্যাবের সদস্য আহত হয়েছেন।
আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়,সোমবার (১৪ নভেম্বর) র্যাব এবং ডিজিএফআইয়ের মাদক বিরোধী যৌথ অভিযানকালে চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানীদের গুলিতে দায়িত্বরত ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) শহীদ হন। এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হন।
আহত র্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
সূত্র জানায়, বর্তমানে ঢামেকেই তার চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।
জানা গেছে, গুলিবিদ্ধ সোহেল বড়ুয়া পুলিশ থেকে প্রেষণে র্যাবে যুক্ত হন। তিনি র্যাব-১৫ তে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। তার বাবার নাম অশোক কুমার বড়ুয়া। সোহেল দুই সন্তানের জনক।
Leave a Reply