অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে আগুন নিয়ে আর খেলতে দেওয়া হবে না। ডিসেম্বরে খেলা হবে নির্বাচন, ভোট চুরি, দুর্নীতি, দুঃশাসন, ভুয়া ভোটার তালিকা ও হাওয়া ভবনের বিরুদ্ধে। তাই পুরো ডিসেম্বর মাস নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
বরগুনা সার্কিট হাউজ ময়দানে আজ বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘হাওয়া ভবনের যুবরাজ বস্তায় বস্তায় টাকা পাঠান দুবাই থেকে। সে টাকা আকাশে-বাতাসে ওড়ে। আর মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে থাকেন। এখন সে টাকা শেষ হয়ে গেছে। তাই গলার জোড় কমে গেছে। এখন আক্রমণাত্মক বক্তব্য না দিয়ে ডিফেন্স দিতে শুরু করেছেন।’
ওবায়দুল কাদের বামপন্থীদের উদ্দেশ করে বলেন, ‘ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার। তাদের এখন আর নীতি নাই। তারা নাকি হাওয়া ভবনের যবুরাজ আর জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্য করবেন।’
নিজ দলের বরগুনা জেলা কমিটির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগীদের স্থান করে দিতে হবে। সুবিধাবাদী, চাঁদাবাজ ও মাদকসেবীদের দলে স্থান দেওয়া যাবে না। মশারির মধ্যে মশারি টানানো যাবে না।’
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ্। প্রধান বক্তা ছিলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু। সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির।
Leave a Reply