July 1, 2025, 5:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর যাদবপুর সড়কের দুই ধারে তালের চারা রোপন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৯ বাংলদেশীকে হস্তান্তর করলো ভারতীয় বিএসএফ স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই বিনাশের প্রত্যাশা প্রধান উপদেষ্টার নির্বাচনী বাজেট বরাদ্দে কার্পণ্য নয় : অর্থ উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ শরীয়তপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

বিদেশি পর্যটক বাড়াতে ই-ভিসা চালু করা জরুরি : টোয়াব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী বলেছেন, বর্তমান সময়ে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ই-ভিসা সিস্টেম চালু করা অত্যন্ত জরুরি। ই-ভিসা চালু হলে অনেক বিদেশি পর্যটক সহজেই ভিসা নিয়ে আমাদের দেশে আসতে পারবেন। ফলে আমাদের বিদেশি পর্যটক অনেক বাড়বে।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পর্যটন মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব০ কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিনদিনের দ্বাদশ বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটটিএফ)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা। আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

টোয়াব সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, আমাদের ৬১টি দেশের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা সিস্টেম চালু আছে। যে কারণে আমরা বারবার ই-ভিসার দাবি জানিয়ে আসছি। তবে খুশির কথা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ই-ভিসার বিষয়ে উদ্যোগী হয়েছে। নীতিগত অনুমোদন হয়েছে, এখন অ্যাপস, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে। ই-ভিসা সিস্টেম চালু হলে আমাদের বিদেশি পর্যটকদের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে।

শিবলুল আজম কোরেশী বলেন, দেশি বিদেশি পর্যটকদের জন্য টোয়াবের পক্ষ থেকে আন্তর্জাতিক ডায়নামিক, ওয়েবসাইট তৈরি করেছি। যেখানে আমাদের দেশের পর্যটন খাত সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকরা সম্যক ধারণা পাবেন। এছাড়া বিদেশি বিভিন্ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমরা দেশের পর্যটন স্থানগুলোকে তুলে ধরি বিদেশিদের কাছে।

তিনি আরও বলেন, পর্যটন খাতকে সুন্দর রাখতে টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, টুরিস্ট পুলিশের জনবল আরও বাড়ানোর জন্য। গত ১০ বছরের হিসাব করলে পর্যটন খাত অনেক বড় হয়েছে। তবে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা সেই অর্থে পদক্ষেপ নিতে পারিনি।

আয়োজকরা জানান, এবারের পর্যটন মেলায় দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫৩টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থার দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিশেষ ছাড়ে বিমানের টিকিট কেনার সুযোগ থাকবে। মেলায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক জামিল আহমেদ, ঢাকা রিজিওন টুরিস্ট পুলিশের এসপি মো. নাইমুল হক, মেলার কো-স্পন্সর সাইমন হলিডেজের সিইও আফসিয়া জান্নাত সালেহ, টোয়াবের সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান প্রমুখ।

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page