November 15, 2025, 9:07 am
শিরোনামঃ
বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক  আলোচনা সভা  স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঝিনাইদহে হাঁটা প্রতিযোগিতা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ভারতে প্রবেশকালে নারী আটক কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : ড. ইউনূস গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না : বিএনপি নেতা সালাহউদ্দিন তিন উপদেষ্টা একটি দলের হয়ে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে : জামায়াত নেতা তাহের সারের ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি  চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইন থেকে যমুনার পৌনে ৪ লাখ লিটার ডিজেল গায়েব ! বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নাটোর থেকে শুরু হচ্ছে  ‘স্কুল ফিডিং’ কার্যক্রম বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

বিদ্যুৎ সঞ্চালনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রিডের উন্নয়ন প্রয়োজন : এডিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার সাথে তাল মিলিয়ে চলা এবং বিরতিহীন নবায়নযোগ্য বিদ্যুতের উৎসগুলোকে একীভূত করার জন্য আন্তঃসংযুক্ত ও আধুনিকায়নকৃত গ্রিড সম্প্রসারণের ওপর জোর দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

একটি নতুন প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এডিবি জানিয়েছে, বিদ্যুৎ গ্রিডগুলোতে অপর্যাপ্ত বিনিয়োগ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোকে বর্ধিত বিদ্যুতের নিরাপত্তা, লক্ষ লক্ষ পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণসহ জ্বালানি পরিবর্তনের সম্পূর্ণ সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত রাখছে। তবে, এ বিশ্লেষণে বলা হয়েছে যে, এই অঞ্চলটি বিশ্বব্যাপী বৈশ্বিক জ্বালানি রূপান্তরের অগ্রভাগে রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৩ সালের তুলনায় ২০২৩ সালে উন্নয়নশীল এশিয়ায় পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ ৯০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ৭২৯.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বৈশ্বিক বিনিয়োগের প্রায় ৪৫ শতাংশ।

যদিও এই বিনিয়োগের বড় অংশই চীন থেকে এসেছে, তবুও ভারত এবং আরও সাতটি আঞ্চলিক উন্নয়নশীল দেশ ২০২২ সালে নবায়নযোগ্য বিদ্যুতের মাধ্যমে নতুন জাতীয় জ্বালানি সক্ষমতার ৭৫ শতাংশের বেশি অর্জন করেছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) সহযোগিতায় পরিচালিত ‘এনার্জি ট্রানজিশন রেডিনেস অ্যাসেসমেন্ট ফর ডেভেলপিং এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এডিবি’র এই প্রথম প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডাব্লিউইএফ-এর বিদ্যুৎ সঞ্চালন সূচকের উপর ভিত্তি করে এ অঞ্চলের দেশগুলো কতটা বিদ্যুৎ সঞ্চলনের জন্য প্রস্তুত, তা পরিমাপ করা হয়েছে।

যদিও বেশিরভাগ সূচকে চীন এগিয়ে রয়েছে, প্রতিবেদন অনুসারে জর্জিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড পরিচ্ছন্ন বিদ্যুতের জন্য তাদের নিয়ন্ত্রক কাঠামোতে উল্লেখযোগ্য উন্নতি করেছে।

বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে ১০০ কোটির বেশি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে অঞ্চলটিতে অগ্রণী ভূমিকা রেখেছে।

এডিবির জ্বালানি খাতের সিনিয়র পরিচালক প্রিয়ন্থা উইজয়তুনগা বলেন, ‘লো-কার্বন বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন ব্যবস্থায় এর সুচারু সংযোজন নিশ্চিত করতে ডিজিটাল গ্রিড অবকাঠামোর সম্প্রসারণ অত্যাবশ্যক।’

তিনি আরও বলেন, ‘২০৪০ সালের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বব্যাপী জ্বালানি প্রবৃদ্ধির দুই-তৃতীয়াংশ উৎপাদনের পূর্বাভাস থাকায়, এই ভয়াবহ বিদ্যুৎ সরবরাহ ঘাটতি পূরণের জন্য শক্তিশালী নীতি, উদ্ভাবনী প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী অর্থায়নসহ বহুমাত্রিক প্রচেষ্টার প্রয়োজন হবে।’

বিশ্ব অর্থনৈতিক ফোরামের জ্বালানি ও উপকরণ বিভাগের প্রধান রোবের্তো বোক্কা বলেন, ‘এই বিশ্লেষণটিতে উন্নয়নশীল এশিয় অর্থনীতিগুলোকে তাদের বিদ্যুৎ সঞ্চালন চাহিদা পূরণে যেসব সুযোগ ও চ্যালেঞ্জের সম্মুখীন তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্য এবং টেকসই জ্বালানি ব্যবস্থা জাতীয় এবং আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি।

প্রতিবেদনটি উল্লেখ করে যে, যদিও প্রতিটি দেশের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী তাদের পরিচ্ছন্ন জ্বালানির পথ তৈরি করতে হবে, তবুও দেশের অভ্যন্তরীণ সংযোগ এবং অঞ্চলভিত্তিক আন্তঃসংযোগ- যেমন মধ্য-পশ্চিম এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক দক্ষতা এবং বিদ্যুতের সাশ্রয়যোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আগামী জুনে অনুষ্ঠেয় এডিবির ‘এশিয়া ক্লিন এনার্জি ফোরাম’-এ সীমান্ত পারাপার জ্বালানি বাণিজ্যসহ অন্যান্য উপায় নিয়ে আলোচনা করা হবে, যাতে এই অঞ্চলের ঘরবাড়ি, কারখানা ও পরিবহন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।

এডিবি হল একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রবৃদ্ধিকে সমর্থন করে। এডিবি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর ৬৯টি দেশ এর সদস্য। এসব দেশের মধ্যে এ অঞ্চলেরই ৪৯টি দেশ রয়েছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page