25 Feb 2025, 01:06 am

বিশ্বে একমাত্র ইরানই প্রকাশ্যে ফিলিস্তিনিদেরকে সমর্থনের ঘোষণা দিয়েছে :  ইসলামি জিহাদ

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল-নাখালা বলেছেন, বিশ্বে ইরান হচ্ছে একমাত্র দেশ যারা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রকাশ্য সমর্থন দিয়েছে। আর কোনো দেশ এভাবে ফিলিস্তিনিদের স্পষ্টভাবে সমর্থন দেয়ার সাহস করেনি।

ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে সোমবার দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জিয়াদ আল-নাখালা।

এর একদিন আগে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামি জিহাদ আন্দোলন ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে তিনি বলেছিলেন, এই বৈঠক ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের সাক্ষ্য দিচ্ছে এবং ইসলামি জিহাদ, হামাস ও ইরানের মধ্যকার শক্তিশালী সম্পর্কের কথা প্রকাশ করছে।

বৈঠকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াও উপস্থিত ছিলেন। বৈঠকে সবাই এই মত দেন যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সাত দশকের দখলদারিত্বের অবসান ঘটানোর সবচেয়ে সম্ভাবনাময় পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নেতাদের তেহরানে জড়ো হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে জিয়াদ আল-নাখালা বলেছিলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য আরো বৈঠক হবে এবং ইসরাইলি দখলদারিত্বের অবসানের জন্য যৌথ নীতি-অবস্থান গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *