অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্যালককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুলাভাইকে আটক করেছে থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সজীব মিয়া (২৮) নামে দুলাভাইকে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এ সময় শ্যালক আবু সাঈদ (৮) কে ও উদ্ধার করে পুলিশ।
আটক সজীব নরসিংদীর মনোহরদী উপজেলার কোনাপাড়া গ্রামের হারিজ মিয়ার ছেলে। তাকে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা পুলিশের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, সংশ্লিষ্ট থানা থেকে আসা পুলিশের কাছে আটক সজীব ও উদ্ধারকৃত শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই থানাতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply