অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে মাঝেমধ্যেই পাকিস্তানি গুপ্তচরের সন্ধান পাওয়ার কথা জানান দেশটির কর্মকর্তারা। কিন্তু তাই বলে খোদ পররাষ্ট্র মন্ত্রলায়েই এমন কাণ্ড? গোয়েন্দা সূত্র বলছে, মন্ত্রণালয়ের একজন গাড়ি চালক হানি ট্র্যাপের শিকার হয়েছেন। তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সামগ্রিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জি নিউজ।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হয়েছে, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা চাকরি করেন, তাদের ওপর নজর রাখছিল একটি এজেন্সি।
আটক ব্যক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ড্রাইভার ছিলেন। এক পর্যায়ে তার কাজকর্মে সন্দেহ হয় এজেন্সির কর্মীদের। বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে দিল্লির জওহরলাল ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, এক পাকিস্তানি তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল ওই ড্রাইভারের! সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কথা হতো দুজনের। শুধু তাই নয়, নারীসঙ্গের লোভ বা হানি ট্র্যাপের শিকার হয়েছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্যও পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরইমধ্যে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করা হয়েছে।
এর আগেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হানি ট্র্যাপের ফাঁদে পা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে ভারতের একাধিক সেনা জওয়ান। গত মাসেই পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে রবিপ্রকাশ মীনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। ওই ব্যক্তি দিল্লির সেনা ভবনে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা।
Leave a Reply