November 27, 2025, 7:21 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

ভারতে ঘুষ নিয়ে ধরা ; প্রমাণ লোপাট করতে টাকা গিলে ফেললেন পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্স অধিদপ্তরের আধিকারিকদের হাতে হাতেনাতে ধরা পড়ল এক পুলিশ অফিসার। শুধু তাই নয়, আলামত নষ্ট করতে ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টারও অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার ফরিদাবাদে। পুলিশ অফিসারের টাকা গিলে ফেলার চেষ্টার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুভনাথ নামে এক ব্যক্তির চুরির তদন্ত করছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার মহেন্দ্র উলা। অভিযোগ, চুরির ঘটনা মেটাতে নগদ ঘুষ নিচ্ছিলেন তিনি।

শুভনাথের কাছে মোট ১০ হাজার রুপি দাবি করা হয়েছিল, যার মধ্যে সে অভিযুক্ত মহেন্দ্রকে ছয় হাজার রুপি দেয়। বাকি টাকা নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শুভনাথের সঙ্গে দেখা করতে আসেন মহেন্দ্র।

কিন্তু অন্যদিকে মহেন্দ্রর নামে দীর্ঘদিন ধরে দেদার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। আর তাই তাকে হাতেনাতে ধরার ফাঁদ বাধে ভিজিল্যান্স আধিকারিকরা।

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, শুভনাথের কাছ থেকে অভিযুক্ত মহেন্দ্র ঘুষের টাকা নেওয়ার সময় সেখানে পৌঁছান ভিজিল্যান্সের আধিকারিকরা। হাতেনাতে ধরা পড়েন মহেন্দ্র। বিপদে পড়েছেন বুঝতে পেরে ওই টাকা সেখানে গিলে ফেলার চেষ্টা করেন তিনি।

তবে মহেন্দ্র তাকা গিলে ফেলার আগেই ভিজিল্যান্স আধিকারিকরা তার মুখ থেকে টাকা বার করে নেন। এক অফিসার মহেন্দ্রর মুখে আঙুল ঢুকিয়ে টাকাটা বের করেন। নিজেকে বাঁচাতে ভিজিল্যান্স আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। তবে টাকা উদ্ধারের সঙ্গে সঙ্গে অভিযুক্ত মহেন্দ্রকে গ্রেফতার করে ভিজিল্যান্স আধিকারিকরা।

https://twitter.com/i/status/1602598571316056064

আজকের বাংলা তারিখ



Our Like Page