July 1, 2025, 6:36 am
শিরোনামঃ
মহেশপুরে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা মাগুরায় জুতা তৈরি করা নিয়ে মুচির বাটালির কোপে কিডনি দ্বিখণ্ডিত  জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার চুড়ান্ত প্রস্তুতি পর্বে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে মালয়েশিয়ায় আটককৃত ৩৬ বাংলাদেশি আইএসের সঙ্গে যুক্ত আগামীকাল দায়িত্ব নিচ্ছেন  বিশ্বব্যাংকের বাংলাদেশ-ভুটান বিভাগের নতুন পরিচালক জ্যঁ পেম রাজধানীর মতিঝিলে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে অনলাইন জিডি রাজধানীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় শুকুর আলীর ১০ বছর কারাদণ্ড ঝিনাইদহে চাষ হচ্ছে রাম্বুটান-অ্যাভোকাডো-আঙুরের
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ভারত পাকিস্তানের পানি বন্ধ করলে যুদ্ধই একমাত্র পথ : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি (ফাইল ছবি)
ভারত যদি পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি।

একইসঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসে সহায়তার অভিযোগও তুলেছেন। রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

বিলাওয়াল ভুট্টো বলেছেন, “পানি আমাদের জীবনের স্রোতধারা। আমাদের ন্যায্য অংশ কখনও ছাড়ব না। ভারত যদি একতরফাভাবে পানি বন্ধ করে, তাহলে সেটা আমাদের অস্তিত্বের ওপর আঘাত।”

সংবাদমাধ্যম ডিডব্লিউ উর্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তিবাতিলের সিদ্ধান্তের বিষয়টিও এখানে আলোচনায় আসে।

কাশ্মিরে গত এপ্রিলের প্রাণঘাতী সেই হামলার পর ভারত কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়।

জবাবে পাল্টা পদক্ষেপে পাকিস্তানও ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয়দের ভিসা বাতিল করে (শিখ তীর্থযাত্রীদের ছাড়া), নিজের দিক থেকেও সীমান্ত বন্ধ করে দেয়, হামলার অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেয়।

সংবাদমাধ্যম বলছে, বিলাওয়ালের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাসেলসে কূটনৈতিক সফর শেষ করেছে। সফরের উদ্দেশ্য ছিল ভারতের প্রোপাগান্ডার জবাব দেওয়া এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।
সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ভারতের পানি বন্ধের হুমকি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, “যদি ভারত পানি নিয়ে আগ্রাসনে নামে, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।”

তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসে সহায়তার অভিযোগও তোলেন। তবুও তিনি জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। কিন্তু দেশের অস্তিত্ব আর পানির নিরাপত্তা নিয়ে কোনও ছাড় দেওয়া সম্ভব নয়।”

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page