April 6, 2025, 1:55 am
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ভিনগ্রহের প্রাণীর জোড়া কঙ্কাল পরীক্ষা করে যা পাওয়া গেল

ভিনগ্রহের প্রাণীর জোড়া কঙ্কাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলে উল্লেখ করে জোড়া কঙ্কাল সামনে এনেছেন মেক্সিকোর এক সাংবাদিক। এসব কঙ্কালের পরীক্ষা চালিয়েছেন মেক্সিকোর গবেষকরা। জাইম মাউসন নামের মেক্সিকান ওই সাংবাদিকের ইউটিউব চ্যানেলে এ পরীক্ষাটি লাইভ সম্প্রচারিত হয়েছে। গবেষকরা জানান, কৃত্রিমভাবে এই কঙ্কাল তৈরির কোনো প্রমাণ তাঁরা পাননি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুটি কঙ্কালের ওপর বেশ কয়েকবার পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত মেক্সিকোর নৌবাহিনীর হেলথ সায়েন্সেস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হোসে জালসে বেনিতেজ ঘোষণা দেন যে, কঙ্কালগুলো মানব তৈরি কোন বস্তু দিয়ে তৈরি হয়নি। আর এগুলো একক কঙ্কাল। কঙ্কালগুলোর হাতে তিনটি করে আঙুল আছে। এদের মধ্যে একটি নারী, যার ভেতর ডিমও আছে। বেনিতেজ আরও জানান, এই কঙ্কালগুলো একসময় জীবিত ছিল। আর এদের বয়স প্রায় এক হাজার বছর।

মাউসন জানান, এই কঙ্কাল পৃথিবীর কোনো প্রাণীর নয়। এগুলো বিশ্বের অন্য কোন প্রজাতির সঙ্গে সম্পর্কিত নয়। এগুলো নিয়ে যে কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠান গবেষণা করতে পারে।  এই কঙ্কালগুলো ২০১৭ সালে পেরুর প্রাচীন নাজকা লাইনের কাছে পান সাংবাদিক মাউসন। তিনি আরও দাবি করেছিলেন যে, পৃথিবীর কোনো প্রজাতির সঙ্গে এই দুই মৃতদেহের কোনও সম্পর্ক নেই।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page