November 26, 2025, 4:42 pm
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৮ দিন মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বিলআকসি হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসার শিক্ষিকা শামসুন নাহার একজন রাজনৈতিক নেতার প্যাচে পড়ে  গৃহবন্দী অবস্থায় রয়েছেন।

মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মীরপাড়া মোকামেরমোড় ব্র্যাক অফিসের দক্ষিণ এলাকায় ১৫ দিন গৃহবন্দী অবস্থায় শামসুন নাহার। তিনি মাগুরা বাসীর কাছে, পৌরসভার অফিসের কাছে ও মাগুরা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কাছে একপায়ে বাড়ি থেকে বের হবার রাস্তার দাবি। আমাকে আপনারা সুশীল সমাজের বিভিন্ন সচেতন মহলের লোকজন আমাকে বাঁচান। অর্ধহারে না খেয়ে দিন কাটছে। ঘরে এখন ২ কেজি চাল ছাড়া আর কিছু নেই। 

লিখিত অভিযোগে জানা যায়, মোছাঃ শামছুন নাহার (৪০), পিং- মোঃ শামছুদ্দিন শেখ, সাং- মীরপাড়া মোকামের মোড়, থানা ও জেলা- মাগুরা। বিবাদী মোছাঃ রিনা খাতুন, স্বামী- মোঃ ইসহাক, মোঃ ইমরান, পিং- মৃত আলেক, মোছাঃ এলাচী বেগম, স্বামী- কামরুল, মোছাঃ শিল্পী বেগম, স্বামী ইবাদত, সর্ব সাং- মীরপাড়া মোকামের মোড়, থানা ও জেলা- মাগুরাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করেন যে, শামছুন নাহার এবং বিবাদী রিনা ও এলাচী সকলে মিলে একই মালিকের জমি ক্রয় করি এবং সকলে বাড়ী ঘর তৈরী করে আমরা সকলে একই পথ দিয়ে নিজ নিজ বাড়ী থেকে রাস্তায় বের হই।

পরবর্তীতে বিবাদী রিনা ও এলাচী ২ জন মিলে বাঁশের বেড়া ও বড়ই ডাল দিয়ে আমার বসত বাড়ীর চতুর পাশে ঘিরিয়া দেয়। যে, কারণে আমি আমার বসত বাড়ী থেকে বের হতে পারছি না। পরবর্তীতে আমি ৯৯৯ এ ফোন করিলে থানা পুলিশ ঘটনাস্থলে ২ বার যায় এবং বিবাদীদেরকে থানা পুলিশ বলে আসে যে, রাস্তা ঘেরার দরকার নাই। তোমরা ২ পক্ষ থানায় আসো থানা পুলিশের সদস্য উপস্থিত থাকিয়া মিমাংসা করিয়া দিবো। এই কথা বলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। তারপরও সকল বিবাদীরা গত ইং ০৮/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ৯ টার সময় সকল বিবাদীগণসহ অজ্ঞাতনামা আরো কিছু লোকজন আমার বসত ঘরের পিছনে দাড়িয়ে হুমকি দিয়া আমাকে বলে আমি ও আমার সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য বাড়ীর বাহির হইলে আমাদেরকে খুন জখম করিবে বলে ভয়ভীতি দেখায় এবং ঘরের পিছনে দাড়িয়ে থাকে। এরপর আমি আমার ঘরের দরজায় তালা মারিয়া আমরা ঘরে অবস্থান করি। পরের দিন ভোরে সকল বিবাদীরা পূর্বের ন্যায় আচরণ করিতে থাকে।

মোছাঃ শামছুন নাহার আরও জানান, আমি ১০ দিন যাবৎ বাড়ি থেকে বাহির হতে পারছি না। আমার পুত্রকে বাড়িতে আসতে বাঁধা দেওয়ার জন্য খাদ্য খাবার ঠিকমতো খেতে পারছি না। অনাহারে ও অর্ধহারে দিন কাটছে, আর আমি মহিলা মাদ্রাসায় চাকরি করি সেখানে ১০ দিন যাবৎ ক্লাস নিতে পারছি না, আর চাকরি না থাকলে আমি পথে বসে যাবো কারণ আমি একজন অতি দরিদ্র গরীব মানুষ। আইনের সুদৃষ্টি কামনা করি।

রিনা খাতুন জানান, আমি ও নাহার দুজনের বাড়ির পথ নেই আমি এখন বাগানের পথ দিয়ে যাতায়াত করি। আর নাহার কে আমার বাড়ির উপর দিয়ে যেতে দিবো না। এলাচি তার পথ আটকিয়ে দিয়েছে। তবে এর একটা পথ করে দিয়ে সমাধান হওয়া দরকার। আর পথ দিতে হলে এলাচিকে নাহার ও আমাকে ২ লাখ টাকা দিতে হবে। এলাচি খাতুন কে বাড়িতে পাওয়া যায় নি তবে এলাচি খাতুনের মা জানায় আমি জমির সীমানা ও পথ ঘিরে দেওয়ার ব্যাপারে কিছু ভালো করে বলতে পারবো নস এটা আমার মেয়ে এলাচি জানে।

এবিষয়ে মোকাম মোল্লা জানান, আমি মাঠের জমি বিক্রি করেছি এলাচি, নাহার ও রিনার কাছে কিন্তু তাদের পথ দেওয়ার কথা বলিনি এবং নাহার ও রিনা তাদের উক্ত জমি এখনও আমার কাছে থেকে রেজিস্ট্রি করে নেয়নি। আর তারা কিভাবে পথ দিয়ে বের হবে এ দায় আমর না। তিনি আরও জানান, এলাচি এখন পথ দেওয়ার জন্য ২ লাখ টাকা চেয়েছে নাহার ও রিনার কাছে এটা শুনলাম আর ওদের মধ্যে দলাদলি আছে।

এছাড়াও স্থানীয় প্রতিবেশী সুমন ও সুমি সহ আরও লোকজন জানান, এটা মানবিক দৃষ্টিতে মারাত্মক অপরাধ মূলক কাজ করেছে এলাচি। সুমি জানান এলাচি বেড়া খুলে দিলে আমাদের বাড়ির পাশের পথ দিয়ে যাতায়াত করতে দিবো নাহার আপাকে। এলাকার লোকজন মাগুরা প্রশাসনের সুদৃষ্টি হস্তক্ষেপ কামনা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page