July 31, 2025, 6:01 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মাগুরার নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজে ২২ বছর পূর্বে প্রভাষক পদে মাস্টার্স ফলপ্রার্থী বহাল তবিয়াতে চাকরির অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের সমাজ বিজ্ঞান প্রভাষক বিনোদ কুমার রায়ের বিরুদ্ধে ২২ বছর পূর্বে প্রভাষক পদে মাস্টার্স ফলপ্রার্থী হয়ে আবেদন ও নিয়োগ পরীক্ষায় চালাকি পন্থা অবলম্বন করে বহাল তবিয়াতে বর্তমান সময়ে চাকরির অভিযোগ উঠেছে। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা ভবন, ঢাকা। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজ এর সমাজ বিজ্ঞান বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক বিনোদ কুমার রায় এর বিধিবহির্ভূত নিয়োগ, এম পি ও ভুক্তি, বেআইনিভাবে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি ও সরকারি অর্থ আত্মসাৎকরণ প্রসঙ্গে অভিযোগ সূত্রে জানা যায়,

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজটি ২০০৩ সালে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তির অনুমতি পায় এবং কলেজ কর্তৃপক্ষ অন্যান্য বিষয়ের সাথে সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে সরকারি বিধি মোতাবেক (অনার্সসহ মাস্টার্স ডিগ্রি পাস) যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেন ২০/০৭/২০০৩ ইং তারিখে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকা’ ও ০৮/০৮/২০০৩ ইং তারিখ ‘দৈনিক গ্রামের কাগজ’ পত্রিকায় পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক ফলপ্রার্থী ব্যক্তি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন পদে আবেদন করতে পারবেন না এবং এমপিও ভুক্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অথচ নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী যোগ্যতা না থাকার পরও বিনোদ কুমার রায় বেআইনিভাবে তাঁর তিন বন্ধুর সহযোগিতায় মাস্টার্স ফলপ্রার্থী দেখিয়ে ২৫/০৭/২০০৩ ইং তারিখে নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজে আবেদন পত্র জমা দেয় এবং ০৪/০৯/২০০৩ ইং তারিখে চূড়ান্ত সাক্ষাৎকার বিবরণীতে মাস্টার্স দ্বিতীয় শ্রেণি দেখিয়ে সনদ নম্বর প্রদান করা হয়েছে এবং কাটাছেঁড়া করে প্রথম স্থান অধিকার করানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর মাস্টার্স সনদ পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় ইস্যু করেন ২৯/০৭/২০০৪ ইং তারিখে অথচ তিনি ০১/০৫/২০০৪ ইং তারিখ হতে বিধি বহির্ভূতভাবে সরকারি অর্থ উত্তোলন করে যাচ্ছেন। তাই একথা প্রমাণিত যে, এমপিও ভুক্ত করার সময় মাস্টার্স সনদ জালিয়াতির মাধ্যমে তাঁর এমপিও ভুক্ত করা হয়েছে। বিনোদ কুমার রায়ের নিয়োগ বেআইনি হওয়া সত্ত্বেও কলেজ পরিচালনা পর্ষদ তাকে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি দেয় ২৮/০৭/২০২১ ইং তারিখে যা সম্পূর্ণ বেআইনি।


তাঁর এহেন সাময়িক সনদ জালিয়াতি, সরকারি অর্থ আত্মসাৎ, বিধিবহির্ভূত নিয়োগ, এমপিওভুক্তি ও বেআইনিভাবে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি প্রদানের আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করতে প্রবীর কুমার মিত্র, পিতা: অধীর কুমার মিত্র, গ্রাম: সালদা, ডাকঘর: নহাটা, উপজেলা: মহম্মদপুর, জেলা: মাগুরা অভিযোগ দায়ের করেন।


অনুলিপি: ১। সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

ফিরে যায় ২০০৩ সালে দৈনিক রানার যশোর রোববার ২০ জুলাই ২০০৩ বিনোদন পাতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় সরকারি বিধি মোতাবেক অর্নাসসহ মাস্টার্স প্রভাষক পদে নিয়োগ ৩০ জুলাই ২০০৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু ১৪/০৯/০৩ তারিখে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ উপাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান, সভাপতি মনিরুল ইসলাম, অধ্যক্ষ এবিএম সোলায়মান সহ ৫ জনের স্বাক্ষরে সমাজ বিজ্ঞান বিষয়ে প্রভাষক বিষয়ের জন্য গৃহীত সাক্ষাৎ করে চূড়ান্ত বিবরণীতে যশোর অভয়নগর ধালরগাড়ি গ্রামের মোঃ আব্দুল হামিদ মোল্লার পুত্র মোঃ হাফিজ উদ্দিন, যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের সুবল চন্দ্র অধিকারীর পুত্র প্রভাত কুমার অধিকারী, মাগুরা মহাম্মদপুর সালদা গ্রামের বিমল কৃষ্ণ রায়ের পুত্র বিনোদ কুমার রায় ও মহম্মদপুর ফুলবাড়ী গ্রামের মোঃ আলমগীর কবিরের স্ত্রী রেহেনা পারভীন এরা সবাই স্বাগত যোগ্যতা এম এম এস সবাই ফলপ্রার্থী।

 

এখানে ক্রমিক নং ০৩ বিনোদ কুমার রায়কে প্রথম স্থান দেখানো হয় ২৫.২/২৪.২ নম্বরে আর ২য় দেখানো হাফিজ উদ্দীনকে ২০.৪ নম্বরে। এরপর ১১/০৯/০৩ তারিখে সকাল ৮ টার সময় সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে যোগদান করা হয়। ০৪/০৯/০৩ তারিখে নির্বাচনী বোর্ডের সুপারিশের ভিত্তিতে এবং ০৬/০৯/০৩ পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে ১১/০৯/০৩ তারিখে আটটার সময় সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে যোগদান করলেন বিনোদ কুমার রায়।


বিদ্যালয় কোড নং ৭১৩৫, প্রভাষক সমাজ বিজ্ঞান পদে নিয়োগ পত্র ২৫/০৭/০৩ তারিখের আবেদনের প্রেক্ষিতে ০৪/০৯/০৩ নির্বাচনী বোর্ডের সুপারিশের ভিত্তিতে এবং ০৬/০৯/০৩ বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রদান করা হল, ১১/০৯/০৩ এবং অধ্যক্ষ এ বি এম সোলায়মান স্বাক্ষর ৭ সেপ্টেম্বর ২০০৩ সাল। সোনালী ব্যাংক একাউন্ট নম্বর ৭০৫২, পেস্কেল ০৯ অনুযায়ী বেতন ৪৫০৭ টাকা মে ২০০৪ সালে এবং জন্ম তারিখ ২০/১১/১৯৭৭ সাল। এছাড়াও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সরকারি এম এম কলেজ থেকে মাস্টার্স সার্টিফিকেটে রোল নম্বর ৫০৫০০, রেজিষ্ট্রেশন নম্বর ৪৮৭৩২, সেশন ১৯৯৯-২০০০ সালে ইস্যু ২৯/০৭/০৪ সালে ২য় বিভাগ।

নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজ স্থাপিত ১৯৮৮ সালে, কলেজ কোড ৭০০৩, স্কুল কোড ৭১৩৫, ভোক ও বিএম কোড ৩১০১৩, ইন নম্বর ১১৮০৬৬ সূত্র ২৮/০৭/২০২১ বরাবর মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। জ্যৈষ্ঠ প্রভাষক ৩৫ হাজার ৫০০ টাকা পদে পদোন্নতি ষষ্ঠ গ্রেডের ১৬ বছর পূর্ণ হয়েছে। ক্রমিক নং ০১ বিনোদ কুমার রায় সমাজবিজ্ঞান প্রভাষক ইনডেক্স নং ৩০০৬১২৭, অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় ও সভাপতি মোস্তফা কামাল সিদ্দিকী লিটন পরিচালনা পর্ষদ নহাটা গার্লস স্কুল আইডিয়াল কলেজ সাধারণ সম্পাদক মহাম্মদপুর উপজেলা আওয়ামীলীগ স্বাক্ষর ২৮/০৭/২১ সালে।
সভা নং ০৩ ২৮/০৭/২১ সকাল ১১ টার সময় অধ্যক্ষের কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সভাপতি মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল এম হাননান মৃধা, দাতা মোঃ আবু জাফর মোল্যা, অভিভাবক সদস্য তৈয়েবুর রহমান, ইমদাদুল হক আইয়ুব হোসেন, বিদ্যুৎ মোল্যা, গোলাপী বেগম, শিক্ষক মঞ্জুরানী দাস, মোঃ তরিকুল ইসলাম, ইসমত আরা, মোঃ খাইরুল ইসলাম, সোলাইমান শিকদার, অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়। তাদের সিদ্ধান্তে সমাজবিজ্ঞান প্রভাষক বিনোদ কুমার রায়, অর্থনীতি প্রভাষক অমলেন্দু বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক ফরিদা আখন্দ, সাচিবিকবিদ্যা ও অফিস ব্যবস্থাপনা প্রভাষক মোঃ ইমরান আলী মন্ডল ১৭ বছর ২ মাস হওয়ায় এবং গণিত প্রভাষক মোঃ তরিকুল ইসলাম ১৬ বছর ১০ মাস হওয়ায় জ্যৈষ্ঠ প্রভাষক প্রদান করা হয়।
নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনন্দ কুমার দে জানান, তৎকালীন ম্যানেজিং কমিটি নিয়োগ দিয়ে ছিলো প্রভাষক পদে, আর আমি বছর কয়েক হলো এখানে দায়িত্বরত আছি আমি প্রভাষক বিনোদ কুমার রায়ের এই বিষয়ে ভালো করে কিছু জানি না।
প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট কর্নেল এম হাননান মৃধা জানান, এই অবৈধ নিয়োগ দিয়ে তৎকালীন সভাপতি ও নিয়োগ কমিটি বোর্ড টাকার বিনিময়ে। তিনি আরও জানান দূর্নীতি ও জালজালিয়াতির মাধ্যমে প্রভাষক বিনোদ কুমার রায়কে নিয়োগ করা হয়েছে। অপরাধ একদিন প্রকাশ পায় আর এখন সেটা হয়েছে, আর বিধিবহির্ভূত কাজের জন্য শাস্তি আইনেও আছে। আর আমি কোন অন্যায় কাজ বা অপরাধ মূলক কাজ বা চিটার বাটপারি কাজ দেখতে পারি না এর বিরুদ্ধে বিচার করা হোক।
বর্তমান অভিভাবক সদস্য বাহারুল ইসলাম জানান, আপনি সাংবাদিক ভাই আপনার কাছে থেকে শুনলাম প্রভাষক বিনোদ কুমার রায় নিয়োগ পরীক্ষার সময় ফলপ্রার্থী হয়ে পরীক্ষা দিয়ে আমার স্কুলে দীর্ঘ দিন ধরে চাকরি করে যাচ্ছে।
বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার খলিলুর রহমান বাচ্চু জানান, আমি নতুন সভাপতি হয়েছি লহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজে, আপনি আমার সাথে দেখা করেন সরাসরি সাক্ষাতে কথা বলবো এই বলে সাংবাদিকের ফোন কেটে দেন এবং এই নিউজ টা করার জন্য বলেন।

সমাজবিজ্ঞান প্রভাষক বিনোদ কুমার রায়ের হোমিওপ্যাথি চিকিৎসকলয় চেম্বার গিয়ে সরাসরি সাক্ষাৎ করলে তিনি জানান, ঐ সব অভিযোগ সঠিক নয়। দৈনিক রানার পত্রিকায় আবেদন দেখে ২৫/০৭/২০০৩ তারিখে আমি ফলপ্রার্থী হয়ে আবেদন জমা দিয়ে নিয়োগ নিয়োগ পরীক্ষায় ১ম স্থান করে ছিলাম। মাস্টার্স রেজাল্ট হয়েছে ২৬/০৮/২০০৩ সালে এবং আবেদন সংযোজন করে ছিলাম ০৩/০৯/২০০৩, নিয়োগ পরীক্ষা ও বাছাই ০৪/০৯/০৩, অনুমোদন ৬/৯/০৩, পূর্বের নিয়োগসহ সকল নিয়োগ অনুমোদন ৬/৯/০৩ এবং যোগদান ১১/০৯/০৩ ও এমপিও ০১/০৪/২০০৪ তার কাছে আবেদন পরে কিভাবে সংযোজন করা হলো এই বিষয়ে বলেন বিধি বলতে পরে আবেদন সংযোজন করা যায় আর তখন ঐ সিস্টেম ছিলো। আর তিনি ক্যামেরার সামনে ভিডিও বা অডিও রেকর্ড বক্তব্য দিতে অস্বীকার করেন এবং সাংবাদিকদের বলেন আমার বক্তব্য লিখে নেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page