ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় অবৈধ ইটভাটায় যশোর পরিবেশ অধিদপ্তরের অভিযান করেছে।
আজ বুধবার ২৮ ফেব্রুয়ারী সকাল থেকে মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার মোট ৫ টি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা করা হয়।
শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের এইচএসএ ইট ভাটার মালিক মোঃ তারিকুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, বদনপুর এমআরএস ফিক্সড চিমনি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়, দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জিয়া ইট ভাটা, মাগুরা সদর উপজেলার পূর্ব মীরপাড়ার হিরক লস্কার ইটভাটা ও রাঘবদাইড় ইউনিয়নের মালঞ্চি গ্রামের জিল্লুর রহমানের পুষ্প ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটার মালিক গণ জানান, প্রতি ভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।
খুলনা পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মাগুরা সদর ও শ্রীপুরে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। সনাতন পদ্ধতি অর্থাৎ ড্রাম চিমনি ব্যবহারকৃত ৩ টি ইটভাটা ও ১ টি ফিক্সড চিমনি ছিলো মোট ৪ টি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং ১ টি ইটভাটায় আংশিক ভেঙ্গে ৩ লাখ টাকা জরিমানা করেছি। যেহেতু ইটভাটার সিজন রয়েছে সেহেতু এই অভিযান চলমান বা অব্যাহত থাকবে।
যশোর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (উপপরিচালক) নুর আলম বলেন, মাগুরা জেলায় যে সমস্ত অবৈধ ইটভাটা আছে, সে ইটভাটার বিরুদ্ধে অভিযান চালু রয়েছে এবং যেই সমস্ত ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে অভিযান পরিচালনা করেছি। তাই আজকে অভিযান পরিচালনা করা হলো আর এই অভিযান অব্যাহত থাকবে।
যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, এখানে ইটভাটার মৌসুমে অনেক গুলো ইটভাটা অবৈধভাবে চলছে। তাদের লাইসেন্স নেই এবং কাঠ পুড়াচ্ছে ধাপে ধাপে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন ইতিপূর্বে এই চলতি বছরে ১১ টি ইটভাটা ও আজকে ৫ টি ইটভাটায় অভিযান ও জরিমানা করা হলো।
Leave a Reply