April 25, 2025, 2:03 pm
শিরোনামঃ
প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে : প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা সরকার শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে : প্রেস সচিব জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থার গভর্নিং কাউন্সিলের সদস্যপদে বাংলাদেশ ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেনে থেকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ; গুলি-ককটেল বিস্ফোরণ ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মাগুরায় জজ আদালতে দুই বছর পূর্বের নিয়োগ বন্ধে চাকরি প্রার্থীদের মানববন্ধন

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় ১ম আদালতে দুটি পদে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। লিখিত পরীক্ষার দুই বছর পর হতে যাওয়া এ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, দুই বছর পূর্বের ঐ নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে কোন ছাপা প্রশ্ন ছিল না। চাকরি প্রার্থীদের দাবি, অস্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া পরীক্ষার মাধ্যমে ঐ সময়ের ক্ষমতাসীন দলের নেতাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৬ অক্টোবর মাগুরা জজশীপের বিভিন্ন সহকারী জজ আদালতে নাজির ও হিসাব রক্ষক পদে ৩ জন করে মোট ৬ জন কর্মচারী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ অক্টোবর লিখিত ঐ পরীক্ষার ফল প্রকাশিত হয়। যেখানে ৬ পদের জন্য ৪২ জন চাকরি প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের গত বুধবার ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় মৌখিক পরীক্ষার জন্য আসতে বলা হয়েছে।
এর আগে বেলা ৩ টার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন করেন একদল চাকরি প্রার্থীরা। তাঁদের কয়েকজন ঐ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঐ পরীক্ষায় অংশ নেওয়াদের একজন মাগুরা সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন নামে এক যুবক জানান, ২০২২ সালের অক্টোবরে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজে ঐ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁদেরকে কোন ছাপা প্রশ্ন দেওয়া হয়নি। পরীক্ষার হলে দুজন কর্মকর্তা মুখে প্রশ্ন বলেন চাকরি প্রার্থীরা সে প্রশ্ন খাতায় লিখে নেন। শামীম হোসেন বলেন, অনেকবার চাকরি পরীক্ষা দিয়েছি কিন্তু কখনও এমন দেখিনি প্রশ্ন মুখে বলে দেয়। দুই বছর পর হঠাৎ ঐ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। আমরা শুনেছি অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
নাজির পদে ঐ পরীক্ষায় অংশ নেওয়া মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের বাসিন্দা আল আমীন জানান, তাঁদের প্রশ্ন বোর্ডে লিখে দেওয়া হয়েছিলো। তিনি বলেন, আমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছিলাম। তাঁদের মধ্যে ২-১ জন ছাড়া আর কেউ লিখিত পরীক্ষায় টেকেনি। আমরা শুনতে পেয়েছি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিগত সরকার দলীয় অনেকের এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা অস্বচ্ছ এই নিয়োগ বাতিল চাই’।
এ বিষয়ে জানতে নিয়োগ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারেননি।
গোপন সূত্রে জানা যায় হিসাবরক্ষক ও নাজির পদে সুপারিশ ও টাকা পয়সা লেনদেন করেছে মোঃ সজল আহমেদ রোল নং- ২৪৭, ৩৮৬ ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃ মনোয়ার হোসেন রোল নং-১০২ – শেখরের চাচাতো ভাইয়ের ছেলে, মোঃ মাহাবুবুর রহমান রোল নং- ১১৫, মোঃ সোহেল রানা রোল নং- ৩০২ বাবুল ফকিরের ভাইয়ের ছেলে, অলিপ কুমার সাহা রোল নং- ১৪৯১ শান্তনা সুইটস মালিকের ভাগ্নে।
এবিষয়ে নিয়োগ কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মোঃ হুমায়ুন কবীর জানান, আমরা জজ সাহেবরা আমরা নিয়োগ পরীক্ষাটির খাতা সকল বিচারক ও ম্যাজিস্ট্রেট মিলে খাতা দেখা হয়েছে। মাননীয় জেলা জজের কাছে ৪২ জনের তালিকা প্রদান প্যানেল করে দেওয়া আছে এখানে জেলা জজ সাহেব নিয়োগ বাছাই করবেন। তিনি আরও বলেন, চাকরিপ্রার্থীদের নিয়োগ বন্ধে মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না।
সিনিয়র জেলা ও দায়রা জজ মাগুরা মিজানুর রহমান জানান, ঘুষ, অনিয়ম ও স্বজনপ্রীতির কোন সুযোগ নেই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page