ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে মাত্র ৫০০০ হাজার টাকার জন্য আনোয়ার মোল্লা নামে ১ জন খুন, ৬ জন আহত ও ৮-১০ টি বাড়ি ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বাড়ি গুলো জনমানবশূন্য এবং ঘরবাড়ি পুড়ে মাটিতে মিশে গিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের মাঠের বোরিং মেশিনের পানি নিয়ে মৃত কুরবান শেখের পুত্র ইউনুস শেখ, গফফার শেখ, বাদশাহ শেখ, আক্তার শেখ, সাহেব শেখ, নায়েব শেখ, আইয়ুব শেখ, মুক্তার শেখ, জব্বার শেখ, বাদশাহ শেখের পুত্র সৌরভ শেখ, সত্তার শেখের পুত্র জসিম শেখদের বাড়ি ঘর ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাট করে রাতের আধারে খুন হওয়া প্রতিপক্ষ লোকজনরা।
এখন উক্ত বাড়িতে ১০ হাজার ইট লুটপাট করার পায়তারা করছে প্রতিপক্ষ লোকজনরা।
Leave a Reply