ফারুক আহমেদ, বিশেষ প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা বাজারে ১৯৭১ সালের পর এই প্রথম নহাটা বাজার বণিক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। রবিবার ২১ ডিসেম্বর নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন ২০২৫ ও মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান রহমান টুটুল, সিনিয়র সহ সভাপতি মাহামুদুন নবী, জয়েন্ট সেক্রেটারি রাসেল পারভেজ, দপ্তর সম্পাদক জালাল উদ্দীন হাক্কানী, ক্রীড়া সম্পাদক আবুল খায়ের রনি, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ সিংহ রায়, সাধারণ সদস্য সুব্রত সরকার, সদস্য ফারহান নিপু, মাগুরা প্রেসক্লাবের সদস্য পঙ্কজ রায়, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ, সদস্য সুবীর কুমার ঘোষ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক নওয়াব আলী, সহ-সভাপতি জি আর এম তারেক প্রমুখ। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য বৃন্দগণ।

সভাপতি পদে মনির হোসেন দোয়াত কলম প্রতীকে ২৮৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাকির হোসেন ঘোড়া প্রতীকে ২৫০ টি ভোট ও মোঃ বাহারুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে ১৪২ টি ভোট পেয়েছেন।
সিনিয়র সহ সভাপতি পদে মোসলেম উদ্দিন খান টেলিফোন প্রতীকে ২৬১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাহিদুল ইসলাম চশমা প্রতীকে ১৮৫ টি ভোট ও রমজান উল্লাহ বুলবুল টিউবওয়েল প্রতীকে ২২০ টি ভোট পেয়েছেন।