ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ ওবায়দুল্লাহ ও উপাধ্যক্ষ মুফতি মোঃ মামুনার রশীদের পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ২৪ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার একাডেমিক ভবনের ৪ তলায় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের সৌজন্যে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ মুফতি মোঃ ওবায়দুল্লাহ ও সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ডঃ মোঃ মামুনার রশীদ।
থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ এর অধীনে তত্ত্বাবধায়ক, অধ্যাপক ড. আ.হ.ম. নুরুল ইসলাম আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও গবেষক মোঃ মামুনার রশীদ আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর তত্ত্বাবধানে
ফিকহুস সুনান ওয়াল আছার গ্রন্থ পর্যালোচনা করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ ডঃ মুফতি মোঃ ওবায়দুল্লাহ তিনি মুফতি সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান (রহ.) এর জীবন বৃত্তান্ত নিয়ে গভেষণা করেছেন।
মুয়াত্তা ইমাম মুহাম্মাদ (রহ.): একটি পর্যালোচনা (ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রীর জন্য উপস্থাপিত অভিসন্দর্ভ করেন মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ ডঃ মোঃ মামুনার রশীদ।