অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে দুদক কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত প্রতারকরা হলেন-রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য লুন্দী গ্রামের শাসছুল হকের ছেলে মো. আনিসুর রহমান বাবুল (৩৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. হাসিবুল মিয়া (৪২)।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম খান। এরা দীর্ঘ দিন ধরে অর্ধশত সরকারী-বেসরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানানো হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম খান জানান, ‘বেশ কিছু দিন ধরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লুন্দি গ্রামে বসে দুদক কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল লুন্দি গ্রামে অভিযান চালিয়ে প্রতারক আনিসুর রহমান বাবুল ও তার সহযোগী হাসিবুল মিয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট, ৭টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অফিসারদের মোবাইল নাম্বার ও পরিচয় সম্বলিত কাগজের টুকরা এবং নগদ সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।’
পুলিশ সুপার মাসুদ আলম খান আরো জানান, ‘এই চক্রটি কৌশলে সারা দেশের বিভিন্ন কর্মকর্তাদের নাম, মোবাইল নাম্বার, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে তার বিস্তারিত জেনে একটি তালিকা তৈরি করে। সেখান থেকে সেসব কর্মকর্তাদের মোবাইল করে দুদক কমিশনার পরিচয় দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেয়। তারা বিভিন্ন ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে একাধিক মোবাইল সিম সংগ্রহ করে। একটি করে প্রতারণা করে সেই সিম নষ্ট করে ফেলে। তাদের কাছ থেকে বড় বড় কর্মকর্তাদের নামের একটি তালিকাও পাওয়া গেছে।
প্রাথমিকভাবে প্রতারকরা দুদক কমিশনার সেজে অন্তত অর্ধশত ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এই চক্রের সঙ্গে আরো জড়িত আছে বলেও তারা জানায়। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।’