April 10, 2025, 10:32 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মার্কিন ও ইসরাইলি নৃশংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ‘লজ্জাজনক’ : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে নিরাপত্তা পরিষদের নিরব ভূমিকারও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকায়ি মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মার্কিন বিমান হামলাকে যুদ্ধাপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধযজ্ঞ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এই নৃশংসতার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের “লজ্জাজনক এবং অযৌক্তিক” নিরবতার নিন্দা জানাচ্ছি। এরপর বাকায়ি গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বিমান হামলায় শত শত ফিলিস্তিনি শিশু ও নারীর হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন যে, ইহুদিবাদী সরকারকে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানকারী দলগুলোও ইসরাইলি অপরাধযজ্ঞের সমান সহযোগী।

তিনি বলেন,সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমল থেকে ইয়েমেনে শুরু হওয়া মার্কিন হামলা এবং গাজায় চলমান গণহত্যা বৃদ্ধি নিঃসন্দেহে প্রমাণ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার মুসলিম উম্মাহকে দুর্বল করার এবং নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন ও সংহতি জানানো যেকোনো কণ্ঠস্বরকে নীরব করার জন্য তারা একটি যৌথ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page