 
						অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুম্বাইয়ের পোওয়াই এলাকা থেকে রোহিত আর্য নামে এক ব্যক্তি কয়েকজন শিশুকে জিম্মি করে একটি ভিডিওবার্তা প্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
গ্রেপ্তারের আগে প্রকাশিত একটি ভিডিওতে আর্য বলেন, “আমি রোহিত আর্য। আত্মহত্যা করে মারা যাওয়ার পরিবর্তে, আমি একটি পরিকল্পনা করেছি এবং এখানে কিছু শিশুকে জিম্মি করে রেখেছি।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, আমার খুব বেশি দাবি নেই। আমার খুব সহজ ও নৈতিক দাবি এবং কয়েকটি প্রশ্ন রয়েছে।
তিনি সন্ত্রাসী নন দাবি করে বলেন, আমি কিছু ব্যক্তির সাথে কথা বলে তাদের কিছু প্রশ্ন করতে চাই। আমি আর কিছু চাই না।আমি কোন টাকাও দাবি করি না, এবং আমি অনৈতিক কিছু চাই না।”