22 Jan 2025, 11:01 am

মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়ে কঠোর সমালোচনার মুখে বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং কনকাভলির বিধায়ক নীতেশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে নিজের সহকর্মীদের কাছেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত রোববার (১ সেপ্টেম্বর) আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। এতে বিরোধীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হতেই এই বিষয়ে নিজের অবস্থান জানালো বিজেপি।

দলের মুখপাত্র তুহিন সিনহা বিজেপি বিধায়কের সমালোচনা করে বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনও স্থান নেই এবং কোনও রাজনীতিবিদের কখনই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।

রাজ্য বিজেপি নেতা হাজি আরফাত শেখ নীতেশ রানের কঠোর সমালোচনা করে বলেন, নীতেশ রানে সীমা অতিক্রম করে ফেলেছেন। যদি নীতেশ সত্যিই মুসলমানদের ওপর আক্রমণ করতে চান তবে তাকে মসজিদে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন আরাফাত শেখ। তিনি দলীয় নেতাদের নীতশকে সংযত করার আহ্বানও জানিয়েছেন।

আহমেদনগরের সাবেক বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিলও রানেকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি সে আমাদের জনগণকে (আহমদনগরে) বিভক্ত করার চেষ্টা করে, আমি তার মুখোমুখি হতে এখানে আছি। জেলাটি সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং আমরা কাউকে এটিকে বিঘ্নিত করতে দেব না।

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে তার বিরুদ্ধে। একজন কর্মকর্তা জানিয়েছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *