অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস মধ্যকার কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছেন ম্যাচের রেফারি ম্যাতেও লাহোজ। এদিন ম্যাচে একের পর এক কার্ড দেখিয়েছেন ফুটবলারদের। বাদ পড়েননি মেসিও। অতপর সেই রেফারিকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ওই ম্যাচে ফুটবল এবং কোচিং স্টাফের সদস্য মিলিয়ে ম্যাচে মোট ১৯টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। রেফারির এমন কর্মে ক্ষোভ প্রকাশ করেন লিওনেল মেসি। তিনি বলেন, ‘ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে এই ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।’
উল্লেখ্য, লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৫তম মিনিটে মলিনা ও ৭৩তম মিনিটে লিওনেল মেসি গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এক সময় মনে হচ্ছিলো সহজ জয়ই পেতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। কিন্তু শেষ মুহূর্তে উইঘোর্স্টের করা জোড়া গোলে সমতায় ফেরে ডাচরা। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে স্কালোনির শিষ্যরা।
Leave a Reply