September 14, 2025, 7:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ মাদরাসা শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ সুখবর দিলেন বোর্ড চেয়ারম্যান দীর্ঘ অপেক্ষার পর ফল ঘোষণা : জাকসুর ভিপি জিতু (স্বতন্ত্র ; জিএস মাজহারুল (শিবির) দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২৭৯ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর জাকসুর ফল ঘোষণা ; হল সংসদে ভিপি-জিএস হলেন যারা সপ্তাহে দুই দিন হাসপাতালে যেতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

যশোর শিক্ষা বোর্ডের ৪৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাবে ২০ মিনিট

ইয়ানূর রহমান : আগামীকাল রোববার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। আর এবার যশোর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার স্বার্থে তাদের জন্য ২০ মিনিট সময় বৃদ্ধি করেছে শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা। অতিরিক্ত এই সময় নিশ্চিত করার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

যশোর বোর্ড সূত্র জানিয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন  (প্রতিবন্ধী) পরীক্ষার্থীরা সাধারণ পরীক্ষার্থীদের মতো মনযোগ দিয়ে পরীক্ষা দেয় না। পরীক্ষা দেয়ার পাশাপাশি তাদের মনযোগ অন্যদিকেও চলে যায়। যার কারণে তারা নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় তাদের লেখা শেষ করতে পারবে না। এ কারণে তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বাড়ানো হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীরা হলো, বাগেরহাট সয়েড়া স্কুল এন্ড কলেজের জেবা তাসনিয়া তিথি, বাগেরহাট সরকারি  প্রফুল্ল চন্দ্র কলেজের তরিকুল মোল্লা, শ্যামনগর আটুলিয়া স্কুল এন্ড কলেজের সাইদুজ্জামান, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের সেলিম হুসাইন মুন্না, বাগেরহাট বিএন স্কুল এন্ড কলেজের মেহরাব হোসেন, সাতক্ষীরার তালার সরকারি কলেজের সুমিতা দেবনাথ, নলতা আহসিনিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের আবু রায়হান, রিপা ও সুমনা ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সুন্দরম সরকার, সাতক্ষীরার আশাশুনি মহিলা মিতানুর খাতুন ও মিতানুর খাতুন. সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের নাজিয়া আফরিন, ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের  নাফিস সাদিক, ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের রুশনি খাতুন, মহেশপুর সরকারি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের সাকিব
হাসান, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের মিনা আক্তার বন্যা, আলিফিয়া ইয়াসমিন দিশা, তাসিন রশিদ অর্ণব, কুষ্টিয়া সরকারি কলেজের আজিজুন নাহার, কুষ্টিয়া কুমারখালী চৌরঙ্গ কলেজের ফারজানা ইসলাস, খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রাকিবুল ইসলাম, মাহফুজ মল্লিক,খুলনা সরকারি মজিদ মেমোরয়িাল সিটি কলেজের নাফিস আল ফুয়াদ,  খুলনা দৌলতপুর  মুহসিন মহিলা কলেজের কাজী আজমেরী হুসাইন, খুলনা  আহসানউল্লাহ কলেজের পরীক্ষার্থী আশরাফুল মোল্লা, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের তাজুল ইসলাম তাজ, কয়রার কপোতাক্ষ কলেজের মহানন্দ মন্ডল, খুলনা সরকারি এমএম সিটি কলেজের মুসফিকুল হক ও সৌরভ বকসী, খুলনা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সামিয়া রহমান সাহানা, এস্টেলা তালুকদার দিসা, পাইকগাছা লক্ষèীখোলা কলেজিয়েট স্কুলের শামীম হোসেন, ডুমুরিয়া বান্দা স্কুল এন্ড কলেজের চৈতি মন্ডল, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শেখ ওয়ারেশ আলম সাদ, চুয়াডাঙ্গা দামড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ কলেজের তাসনিম আলম রামিসা, চুয়াডাঙ্গা সরকরি মহিলা কলেজের  কিরোনী আহম্মেদ  কানতা, যশোরের ঝিকরগাছার সরকারি শহীদ মশিউর রহমান কলেজের হাসিব নেওয়াজ মিতুল, শার্শা উপজেলা কলেজের আলভী আবইয়াজ, প্রেমা বিশ্বাস, মাণরামপুর রাজগঞ্জ মাতৃভাষা মহাবিদ্যালয়ের জিহাদ হোসেন,কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের  শোয়াইব আহমেদ সজল ও যশোর মুক্তিযোদ্ধা কলেজের মিনা খাতুন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page