অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, তিন বছর ধরে চলা যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়। তিনি শুক্রবার কিয়েভের পথে রওনা হওয়ার সময় এমন মন্তব্য করেন । এর আগে তিনি মস্কোতে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ট্রেনে সফররত অবস্থায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
সেসময় তিনি বলেন, ‘আমি লক্ষ্য করছি, আলোচনা শুরু হওয়ায় বিষয়টি অনেকটাই আশাব্যঞ্জক দিকে মোড় নিচ্ছে। উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়। কেউই বলছে না যে, তারা এটা চায় না’।